ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু চুরি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৮:২৮, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৮:২৮, ৬ মার্চ ২০২৫

খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু চুরি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গরুর খামারের পাহারাদারকে হত্যা করে সাতটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময়ে কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা এলাকার মাহবুবুল হকের মালিকানাধীন গরুর খামারে এ ঘটনা ঘটে।

নিহত পাহারাদারের নাম জয়নাল মিয়া (৬৫)। তার বাড়ি ওই উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামে। জানা গেছে, জয়নাল মিয়া গোদারিয়া চৌরাস্তা এলাকার মাহবুবুল হকের গরুর খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। খামারটিতে আরও দুজন কর্মচারী কাজ করেন।

বুধবার রাত ১১টার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের দায়িত্ব শেষ করে জয়নাল মিয়াকে রাতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজ বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে হেলাল কাজে ফিরে এসে খামারে জয়নাল মিয়ার কোনো খোঁজ পাননি। পাশাপাশি খামারের সাতটি গরুও নিখোঁজ ছিল।

খোঁজাখুঁজির একপর্যায়ে খড়ের ঘরে গিয়ে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার লাশ পড়ে আছে। এ সময় তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। পরে হেলাল খামারের মালিকসহ আশপাশের মানুষকে বিষয়টি জানান। তারা এসে পুলিশে খবর দেন।

পুলিশ বেলা দুইটার দিকে জয়নালের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ও সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গরুর খামারের মালিক মাহবুবুল হক বলেন, "আমার খামারে মোট ১১টি গরু ছিল। দুর্বৃত্তরা পাহারাদারকে হত্যা করে ৭টি গরু নিয়ে গেছে।"

সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এম.কে.

×