ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ১৭:৩২, ৬ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩২, ৬ মার্চ ২০২৫

বাংলাদেশে এসে রোজা রাখবেন জাতিসংঘ মহাসচিব

ছবিঃ সংগৃহীত

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসছেন। চারদিনের এই সফরের শিরোনাম হবে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। সফরের মূল উদ্দেশ্য হল মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রমজান মাসে একটি দিন রোজা রাখা।

সূত্র জানায়, রমজান মাসে ঢাকায় আসার কারণে গুতেরেস এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরও মিসর ও জর্ডানে সফরের সময় তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন। এবারেও একই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়ে গুতেরেস বলেন, “রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের প্রতি সহানুভূতি প্রকাশের একটি সময়।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গুতেরেস বাংলাদেশে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠককালে রোহিঙ্গা ইস্যু ও অন্যান্য অগ্রাধিকার বিষয় নিয়ে আলোচনা করেছিলেন ড. খলিলুর রহমান।

এটি গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগের সফরে তিনি রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন। সফরের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কানন

×