ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশে সন্ত্রাসবাদ কম!

প্রকাশিত: ১৫:২৪, ৬ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশে সন্ত্রাসবাদ কম!

ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রভাব বিশ্লেষণ করে প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক (GTI) ২০২৫-এ চমকপ্রদ তথ্য উঠে এসেছে—যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে সন্ত্রাসবাদজনিত ঝুঁকি কম!

৩.০৩ স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় ৩৫তম স্থানে রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ৩.৫ স্কোর নিয়ে রয়েছে ৩৪তম স্থানে। অর্থাৎ, সন্ত্রাসবাদের ঝুঁকির দিক থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে রয়েছে।  গত বছর বাংলাদেশ ছিল ৩২তম স্থানে, যা থেকে আরও উন্নতি হয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের প্রভাব ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল।

বিশ্বে সন্ত্রাসবাদের ভয়াবহ চিত্র

বুরকিনা ফাসো (৮.৫ স্কোর) বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসপ্রবণ দেশ

পাকিস্তান দ্বিতীয় স্থানে (৮.৩ স্কোর)

সিরিয়া তৃতীয় স্থানে (৮.০ স্কোর)

ভারত ১৪তম (৬.৪ স্কোর)

মিয়ানমার ১১তম (৬.৯ স্কোর)

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের কঠোর পদক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা ও সরকারের কার্যকর নীতিমালার কারণে হামলার সংখ্যা কমেছে। ফলে বৈশ্বিক সূচকে বাংলাদেশ উন্নতি করতে পেরেছে।

বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের চেয়েও বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি কম—এটি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত!

কানন

×