ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি তীব্র ক্ষোভ জানালেন উমামা ফাতেমা, যা বললেন

প্রকাশিত: ০৯:৪৪, ৬ মার্চ ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি তীব্র ক্ষোভ জানালেন উমামা ফাতেমা, যা বললেন

ছবি:সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র, উমামা ফাতেমা এক সাক্ষাৎকারে বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী, তার অবস্থান বজায় রাখার জন্য অত্যন্ত অযোগ্য। তিনি দাবি করেন, জনগণের সমস্যা চিহ্নিত করার জন্য একটি অভ্যুত্থান থেকে উঠে আসা সরকারের আরও বেশি দায়বদ্ধতা থাকা উচিত ছিল, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা এবং আচার-আচরণে কোনোভাবেই জনগণের প্রতি দায়বদ্ধতা দেখা যায় না। 

 

 

তিনি আরও বলেন, "যদি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পরিস্থিতি দেখি, তাহলে দেখা যায় যে তিনি দীর্ঘ সময় ধরে মিডিয়ার সামনে আসেননি এবং একেবারেই কথা বলেননি। আমারও তার সাথে কথা বলার সুযোগ হয়নি, তবে তার সহকারী খুদা বক্স স্যারের সাথে আমার সমস্যা গুলি আলোচনা করেছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবদের কাছে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি, যেমন কোথাও খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, তবে উপদেষ্টার দেখা কখনো পাওয়া যায়নি।"

 

 

বর্তমানে তার পদত্যাগের দাবি উঠার পর, উমামা ফাতেমা মন্তব্য করেন, "এখন যখন তার পদত্যাগের দাবি উঠেছে, তখন অনলাইনে তাকে দেখা যাচ্ছে, এটা আসলে খুবই হাস্যকর ব্যাপার।" সম্প্রতি, দুই নারীর ধুমপান নিয়ে ঘটনার প্রসঙ্গে, তিনি বলেন, "মব পুলিশিং এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। কিন্তু তিনি সবার সামনে এসে বলছেন যে, সবার জনসম্মুখে সিগারেট খাওয়া যাবে না। এটা তো ২০০০ সালের পুরনো আইন। এটা পরিবেশ মন্ত্রণালয়ের এখতিয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়।"

 

 

 

 

উমামা ফাতেমা বলেন, "কারণ এটা মুখ্য বিষয় সিগারেট নয়, সম্পূর্ণ বাংলাদেশে নিরাপত্তার পরিস্থিতি অবনতির কারণে নারীদের মধ্যে অসন্তোষ এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।"

আঁখি

×