ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, হাতকড়া না পরানোর অনুরোধ

প্রকাশিত: ০৭:৪৪, ৬ মার্চ ২০২৫

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, হাতকড়া না পরানোর অনুরোধ

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, তবে কতজন বাংলাদেশি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া কখন শুরু হবে, তা এখনও জানানো হয়নি। 

 

 

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে যাতে কোনো বাংলাদেশি নাগরিককে অসম্মানজনক উপায়ে, যেমন হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো না হয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এবং এ সম্পর্কে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। 

 

 

এছাড়া, সম্প্রতি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে এই প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে উল্লিখিত হয়, যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশিদের ফেরত নেওয়া হবে এবং এতে তাদের সম্মান ক্ষুণ্ণ না হওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

 

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্য – নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাটে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসন ইতোমধ্যে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে।

 

 

 

বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চায় যে, তাদের নাগরিকদের সম্মানজনকভাবে ফেরত পাঠানো হবে এবং যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আশ্বাস দিয়েছে যে, তাদের দেশে ফিরে আসার প্রক্রিয়া অবমাননাকর হবে না।

আঁখি

×