
নানা কাওসার হোসেন নিজাম ভূঁইয়ার সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র তাওসীফের (১০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সহায়তায় আড়িয়াল খাঁ নদীর মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর এলাকা থেকে নিখোঁজ শিশু তাওসীফের মরদেহ বুধবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।
মৃত তাওসীফ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। সে (তাওসীফ) তার নানা বাড়িতে থেকে পূর্ব চরকুতুবপুর এ.কে স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করতো।
তিনি আরও জানিয়েছেন, গত ৪ মার্চ দুপুরে আড়িয়াল খাঁ নদীর চরকুতুবপুর গ্রামের ভূঁইয়ার বাড়ি এলাকায় নানার সাথে গোসলে নেমে স্রোতের মধ্যে ডুবে যায় তাওসীফ। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনচালিত নৌকা ও জাল দিয়ে নিখোঁজ তাওসীফকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বুধবার বিকেলে গৌরনদী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধানে নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে বরিশাল নদী বন্দর স্টেশনের ডুবুরী দলের সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় শিশু তাওসীফের মরদেহ উদ্ধার করেছে।
সাজিদ