ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার। 

আবিদুর রহমান নিপু, ফরিদপুর 

প্রকাশিত: ০৪:৫৫, ৬ মার্চ ২০২৫

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার। 

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বুধবার সন্ধ্যায় ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কাজী হারুন কম্প্লেক্স এ বোয়ালমারী আর্মি ক্যাম্প এর নেতৃত্বে যৌথবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, সামরিক সরঞ্জামাদি ও মাদকদ্রব্য উদ্ধার করে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের পরিচালিত এ যৌথ অভিযানে মার্কেটের তৃতীয় তলায় “পুল ক্লাব” এ একটি গোপন লকার হতে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দুরবিন সহ নানা ধরনের  সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম হতে একটি এয়ার গান এবং কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, উক্ত মার্কেটের মালিক  কাজী আব্দুল্লাহ আল রশিদ এই অস্ত্র সমূহ ও সামরিক সরঞ্জামাদির মূল মালিক। ইতিপূর্বে, কাজী আব্দুল্লাহ আল রশিদ একাধিকবার মাদক মামলার আসামি হয়ে পুলিশের কাছে আটক হয়েছে। বর্তমানে কাজী আব্দুল্লাহ পলাতক অবস্থায় রয়েছে। এ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিনতলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক -কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র সমূহ এবং মাদকদ্রব্য সহ সন্দেহভাজন কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক -কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, এরকম যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করতে আহ্বান জানানো হয়েছে।

সাজিদ

×