
ছবি: সংগৃহীত
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের বছরের তুলনায় বাড়েনি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে উচ্চমূল্যের কারণে কিছু মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে তিনি স্বীকার করেছেন। সরকার নিত্যপণ্যের দাম আরও কমানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
তিনি আরও বলেন, দেশে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে। তবে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা প্রদান করে এ পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে সরকার।
বেকারত্ব কমানোকে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া, আগের সরকারের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সেগুলোর বন্ধ হওয়ার কারণ উদ্যোক্তাদের নিজস্ব বিষয়। তবে সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির চেষ্টা করা হবে। তবে সরকার সবার জন্য চাকরির ব্যবস্থা করতে পারবে না বলেও তিনি স্পষ্ট করেন।
আসিফ