
ছবি: জনকণ্ঠ
পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে 'ন্যায্য মূল্যে'র বাজারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকালে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বাজারের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, এনডিসি নাহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ন্যায্য মূল্যের বাজার উদ্বোধনের পর জেলা প্রশাসক বাজারটি ঘুরে দেখেন। বাজারে লাল শাক, ডাটা শাক, ডিম, তরমুজ, টমেটো, বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, পেঁপে, শসা সহ নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজারের পণ্য পাওয়া যায়। প্রথম দিনে ৫ জন দোকানি তাদের পণ্য নিয়ে আসেন।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, প্রান্তিক কৃষকদের কাছ থেকে আনা সতেজ সবজি অন্যান্য বাজারের তুলনায় ২ থেকে ৩ টাকা কম দামে পাওয়া যাবে এই বাজারে। এ বাজারের কোনো দোকানিকে কোনো ট্যাক্স দিতে হবে না। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে বিনামূল্যে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে এবং কোনো দোকান ভাড়া লাগবে না।
রমজান মাসে ক্রেতারা যেন স্বল্প মূল্যে কাঁচা বাজার করতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ বাজার চলবে।
এম.কে.