ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

মুকসুদপুরকে যানজটমুক্ত করতে ট্রাফিক সহকারি নিয়োগ 

শরিফুল রোমান, মুকসুদপুর।

প্রকাশিত: ২২:৩৩, ৫ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৭, ৫ মার্চ ২০২৫

মুকসুদপুরকে যানজটমুক্ত করতে ট্রাফিক সহকারি নিয়োগ 

ছবিঃ সংগৃহীত

মুকসুদপুরের সদরের গুরুত্বপূর্ণ সড়ককে যানজটমুক্ত রাখতে মুকসুদপুর পৌরসভা কর্তৃক ১০জন সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (৫মার্চ) দুপুরে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়, টেংরাখোলা চৌরঙ্গী মোড়, কমলাপুর ব্রীজ,ডাকবাংলা ও মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডে উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌর প্রশাসক তাসনিম আক্তার বক্তব্য রাখেন। 


এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ আলম, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস, আই সুকান্ত বাউল, পৌর প্রকৌশলী সদানন্দ রায়সহ গণমাধ্যম কর্মী।

রিফাত

×