ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১

ইফতারে বেঁচে থাকা ২ পিস কমলা খাওয়ার অপরাধে এতিমকে বেধরক মারধর

প্রকাশিত: ২২:০৫, ৫ মার্চ ২০২৫

ইফতারে বেঁচে থাকা ২ পিস কমলা খাওয়ার অপরাধে এতিমকে বেধরক মারধর

ঝিনাইদহ সদরের মাগুরাপুর আদর্শ এতিমখানার সহকারী শিক্ষক ইমরান হাওলাদারের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি হল, ইফতারির পর বেঁচে থাকা ২ পিস কমলা খাওয়ার কারণে এক শিক্ষার্থীকে বেধরক মারধর করা হয়েছে। আহত শিক্ষার্থী মো. সাগর বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাগর জানান, ইফতারের পর ডাইনিং রুমে দুটি কমলা অবশিষ্ট ছিল। সুপার স্যার বলেন, "যদি কেউ কমলা না পেয়ে থাকে, তাহলে তাকে দেওয়া হবে। আর যদি সবাই পেয়ে থাকে, তাহলে তোমরা খেয়ে নিতে পারো।" সাগর সেই কমলা দুটি খেয়ে নেন। কিন্তু পরদিন ইমরান স্যার তাকে ডেকে চুরি করে কমলা খাওয়ার অভিযোগে ৬-৭ টি লাঠি দিয়ে মারধর করেন। এতটাই মারধর করা হয় যে, লাঠিগুলো ভেঙে যায়।

এ ঘটনায় শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার গা ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে এতিমখানার প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, "যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে শিক্ষক ইমরান হাওলাদারকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছেন।

সূত্র: https://www.facebook.com/reel/1386043476092905

 

মুহাম্মদ ওমর ফারুক

×