
টঙ্গী মরকুন এলাকায় কর্মজীবী এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগে বুধবার টঙ্গী পূর্ব থানা পুলিশ ২ ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী ৩ যুবককে গণধর্ষণের আসামি করে মামলা করার পর ২ যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধর্ষণকারীরা ধর্ষণের ভিডিও ধারন করে উল্টো হুমকি দিয়ে ওই নারীর কাছে ১০ হাজার টাকা চাঁদাও দাবি করেছে আসামিরা, নয়তো ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষণকারীরা। মাসুম (৩৬) ও সজিব মিয়া (২৫) নামে দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণী একটি বেকারিতে চাকরি করেন। গত ২৭ ফেব্রুয়ারি ভোরে তিনি এক পুরুষ সহকর্মীর সঙ্গে কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাদের গতি রোধ করে পুরুষ সহকর্মীকে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে পাশের একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের সময় অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে ছেড়ে দেয় ধর্ষণকারীরা।
আফরোজা