ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

নারীর প্রতি সহিংসতা এবং এরকম আচরণ সরকার কোনোভাবেই সমর্থন করে না : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

প্রকাশিত: ০৮:৪৮, ৫ মার্চ ২০২৫; আপডেট: ০৮:৪৮, ৫ মার্চ ২০২৫

নারীর প্রতি সহিংসতা এবং এরকম আচরণ সরকার কোনোভাবেই সমর্থন করে না : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ছবি:সংগৃহীত

বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বলেছেন, সরকারের অবস্থান সবসময় মব জাস্টিস (দলবদ্ধ সহিংসতা) এবং মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে স্পষ্ট। তিনি জানান, "সরকার বারবার ঘোষণা করেছে যে, মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের জন্য দেশে কোনো স্থান নেই।" আজ মঙ্গলবার, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান মোহাম্মদপুরের একটি ঘটনার বিষয়ে সরাসরি মন্তব্য করেন এবং জানান যে, ওই ঘটনায় উভয় পক্ষ পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে একটি আপসনামায় স্বাক্ষর করেছে। তিনি বলেন, যেহেতু দুই পক্ষ একমত হয়ে আপসনামায় স্বাক্ষর করেছে, সেটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হবে। তবে তিনি আবারও স্পষ্টভাবে উল্লেখ করেন, "নারীর প্রতি সহিংসতা এবং এরকম আচরণ সরকার কোনোভাবেই সমর্থন করে না।"

আঁখি

×