ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মনিরের স্ত্রী-সন্তানের অনিশ্চয়তার জীবন

প্রকাশিত: ০৩:২৩, ৫ মার্চ ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মনিরের স্ত্রী-সন্তানের অনিশ্চয়তার জীবন

মাদারীপুর পৌরসহরের আড়িয়াল খা নদীর পাড়ে বাসা ভাড়া নিয়ে দিন কাটছে জুলাই আগস্ট আন্দোলনের শহীদ মনিরুজ্জামান এর স্ত্রী ও তার চার মাস বয়সী সন্তানের। আন্দোলনে মনিরর মারা যাওয়ার পর পরিবার থেকে অপবাদ দিয়ে বের করে দেওয়া হয় মনিরের গর্ভবতী স্ত্রী সামিরা ইসলামকে। পরে এক আত্মীয়ের বাসায় ছেলে সন্তানের জন্মদিন সামিরা। বর্তমানে মানবত্ব জীবন কাটাচ্ছেন তারা আগামীতে কিভাবে সন্তানকে লালন পালন করবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

এ নিয়ে সামিরা ইসলাম বলেন,এই সন্তানকে নিয়ে আমি তো কোন চাকরিও করতে পারবো না যার জন্য সরকার যেন আমার একটা ব্যবস্থা করে দেয়। আমার থাকার এবং একটা কর্মস্থল দেয়।গত বছর আগস্টে আন্দোলনে বুকে গুলি লাগে পরে  হাসপাতালে মারা যায় মনির।স্বামীর বাড়িতে ঠাঁই হয়নি সামিরার।

সাজিদ

×