ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মাগুরা মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ০১:১৩, ৫ মার্চ ২০২৫

মাগুরা মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা- ফরিদপুর মহাসড়কের মাগুরা মেডিক্যাল কলেজের সামনে কলেজটি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, মাগুরা বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহ্বায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব হুসাইন, মাগুরা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসক মালিহা মৌরিন মাহিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মাগুরা মেডিক্যাল কলেজ রক্ষায় গণ-স্বাক্ষর গ্রহণ করা হয়। মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে মাগুরা মেডিক্যাল কলেজ রক্ষা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

×