ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইফতার

প্রকাশিত: ০০:৪৫, ৫ মার্চ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইফতার

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে ইফতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন ১০ হাজার মানুষের ইফতার প্রস্তুত করা হচ্ছে, যেখানে ব্যবহার হচ্ছে ১০০০ কেজি চাল ও ৭০০ কেজি মুরগি।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে বিশাল এ আয়োজনের রান্নার কাজ সকাল থেকেই শুরু হয়, যেখানে ২০ জন বাবুর্চির সঙ্গে কাজ করছেন প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থী। বাবুর্চিরা জানান, প্রতিদিন ৫০,০০০ প্লেট বিরিয়ানি রান্না করা হয় এবং ১০,০০০ প্যাকেট ইফতার প্রস্তুত করা হয়। একেকটি প্যাকেটে বিরিয়ানির পাশাপাশি খেজুর, শসা ও পানি সরবরাহ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রথম রমজানে ৬,০০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হলেও পরদিন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ায় সেটি ১০,০০০-এ উন্নীত করা হয়েছে। এছাড়া, পানির পরিমাণও ১৫,০০০ বোতলে বৃদ্ধি করা হয়েছে।

আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা ইফতার গ্রহণের জন্য কেন্দ্রীয় মসজিদে আসতে শুরু করেন। মসজিদের ভেতর ও সংলগ্ন বাগানে সারিবদ্ধভাবে বসে তারা ইফতার গ্রহণ করেন। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও করা হয়েছে। ইফতারের প্রায় এক ঘণ্টা আগেই স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ শুরু করেন।

শিক্ষার্থীরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই বলেন, পরিবার থেকে দূরে থাকার কারণে ইফতার আয়োজন তাদের জন্য বিশেষ আনন্দের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব জানান, রমজান মাসে সারা বিশ্বেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তাই বিশ্ববিদ্যালয়েও সেই উৎসবের আমেজ আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তারা এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সূত্রঃ https://youtu.be/mfTj-bDdotg?si=p9X5eu85CAalXuG2

ইমরান

×