ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

স্বামী-স্ত্রীর সম্পর্ক নাকি পরকীয়া? থানায় মারধর, অশ্লীল ভিডিও ধারণ ও ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:২৯, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২৯, ৪ মার্চ ২০২৫

স্বামী-স্ত্রীর সম্পর্ক নাকি পরকীয়া? থানায় মারধর, অশ্লীল ভিডিও ধারণ ও ছিনতাইয়ের অভিযোগ

ছবি: অভিযুক্ত সাইফুল গাজী।

চিকিৎসার জন্য যাওয়ার সময় রাস্তায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে এক দম্পতিকে নির্জন বিলে নিয়ে মারধর, শ্লীলতাহানি, অশ্লীল ভিডিও ধারণ ও টাকা-পয়সা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গৃহবধূ নুরজাহান বেগম কলাপাড়া থানায় সোমবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। আহত স্বামী শামীম চৌকিদারকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিযুক্তরা বলেন এদেরকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল। এখন উল্টো পুলিশি হয়রানির চেষ্টা করা হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে দক্ষিণ চরপাড়া গ্রামের বাড়ি থেকে স্বামীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে চিকিৎসার জন্য চাপলী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াকাটাগামী বিকল্প সড়কের তুলাতলীতে মোটর সাইকেল থামিয়ে সাইফুল গাজীর নেতৃত্বে ৭-৮ জন  স্বামী-স্ত্রীকে টেনে হিচড়ে কিলঘুষি দিয়ে বিলের মধ্যে নিয়ে যায়। সেখানে অশোভন আচরণ করা হয়। অশ্লীল ভিডিও ধারণ করা হয়। হাতিয়ে নেওয়া হয় কুড়ি হাজার টাকা, শরীরে ব্যবহারের স্বর্ণালঙ্কার। এ ঘটনা কাউকে না বলার জন্য হত্যার হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে স্বামী শামীম চৌকিদারকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর শুনে ওই সন্ত্রাসী চক্রটি আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা হাসপাতাল থেকে শামীমকে তুলে নেওয়া ও মামলা না করার জন্য হুমকি দেয়। বর্তমানে এ পরিবারটি ওই সন্ত্রাসী চক্রের ভয়ে আতঙ্কগ্রস্ত রয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল গাজী জানান, তাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। মূলত নুরজাহান বেগম তার এক আত্মীয় নাসিরের স্ত্রী। শামীমের সঙ্গে তারা আপত্তিকর অবস্থায়  উভয়কে আটক করেন। তারা পরকীয়ায় লিপ্ত ছিল। বিষয়টি এলাকার বহু লোকজন জানেন বলেও সাইফুল দাবি করেন।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

মেজবাহউদ্দিন মাননু/মো. মহিউদ্দিন

×