
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার সব সময়ই ‘মব জাস্টিস’ বা ‘মোরাল পুলিশিংয়ের’ বিরুদ্ধে শক্ত অবস্থায় আছে বলে উল্লেখ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে এই বলে যে মব জাস্টিস (দলবদ্ধ সহিংসতা) বা মোরাল পুলিশিংয়ের (নীতি পুলিশিং) কোনো সুযোগ এ দেশে নেই। সরকার এর বিরুদ্ধে সব সময়ই শক্ত অবস্থায় আছে।
আরেকটা ভালো খবর সেটা হচ্ছে যে, এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হলো তার একটা পিরিয়াডিক রিভিউ হয়, সেই রিভিউতে দেখা যাচ্ছে যে ১২৫ টা সিদ্ধান্তের মধ্যে ৯২ টা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে।অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে ৬৮১৬ যেটা বেশ ভালো একটা হার।
তিনি আরো জানান, আরেকটা সিদ্ধান্ত হয়েছে জনস্বাস্থ্য বিবেচনায় সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা খায় খাদ্যপথ আমরা সকলেই খাই যদিও স্যাচুরেটেড ফ্যাট থাকে চিনি থাকে লবণ থাকে তো বিশ্বের অনেক দেশে এটা অতিরিক্ত থাকে। তো বিশ্বের অনেক দেশেই আসলে এটা ওই খাদ্যের মোরকে একটা মেসেজ হিসেবে দিয়ে দেয়া থাকে। যাতে যারা ওই খাদ্যটা গ্রহণ করছেন তারা জেনেই ওটা গ্রহণ করেন সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া দুটো বিষয়ে আমরা মনে করছি যে, আপনাদের কাছে আমাদের বক্তব্যটা একটু তুলে ধরা দরকার একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি এককালীন সুবিধা দেয়ার কথা বলা হয়েছে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এদের সংখ্যাও আসলে খুবই কম মাত্র ১২৫০০ মানে সংখ্যা কম ইন দা সেন্স যে ১২৫০০ মানুষের জন্য এটা একটা এককালীন সুবিধা হিসেবে থাকবে।
শুধুমাত্র স্কুলে ভর্তির ক্ষেত্রে এবং এটা ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে এটা কোনভাবেই কোটার সাথে তুলনীয় নয়। আরেকটা বিষয় একটু আপনাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেটা হচ্ছে মব জাস্টিস বা মোরাল পুলিসিং সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। এটা বলে যে মব জাস্টিস বা মোরাল পুলিসিং এর কোন সুযোগ এখানে নেই এদেশে। সরকার এটার বিরুদ্ধে সবসময়ই একটা শক্ত অবস্থানে আছে যেহেতু এখনো শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা এখনো ফেরত আনতে পারিনি।
ফেরত আসেনি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে, কোন কোন জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিং এর ঘটনা ঘটেছে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিং এর কোন সুযোগ নেই। মোহাম্মদপুরের একটি ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এটার ব্যাপারে আজকে আমরা জেনেছি যে, আসলে উভয়পক্ষই পুলিশের সামনে একটি আপোষনামা স্বাক্ষর করেছে এবং যেহেতু দুই পক্ষই আপোষনামায় স্বাক্ষর করেছে কাজেই সেক্ষেত্রে ওইটাকে আমাদের চূড়ান্ত বলে বিবেচনা করতে হচ্ছে ।
কোনভাবেই নারীর প্রতি সহিংসতা কোনভাবেই এ জাতীয় আচরণ সরকার সমর্থন করে না। এটা আমরা আগেও আপনাদের কাছে স্পষ্ট করেছি আজকেও আপনাদের কাছে ওই ঘটনার প্রেক্ষিতে আবারো আমাদের বার্তা আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিচ্ছি।
ফয়সাল