ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

হাতিয়া যুবদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব ফাহিম

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া

প্রকাশিত: ২৩:০০, ৪ মার্চ ২০২৫

হাতিয়া যুবদলের আহবায়ক ইসমাইল, সদস্য সচিব ফাহিম

যুবদলের আহবায়ক ইসমাইল ও সদস্য সচিব ফাহিম

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে উপজেলা যুবদলের আহবায়ক, ফাহিম উদ্দিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। একই ভাবে মোমিন উল্যাহ রাসেলকে হাতিয়া পৌরসভা যুবদলের আহবায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে পৌরসভা যুবদলের সিনিঃ যুগ্মআহবায়ক করা হয় আরিফুল ইসলাম হাওলাদারকে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় আংশিক ঘোষিত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করবেন।

দীর্ঘ ছয় বছর পর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৮ সালের শেষের দিকে আহবায়ক কমিটি করা হলেও তারা সে সময় পূর্ণাঙ্গ কমিটি রূপ দিতে পারে নাই।

এই আহবায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়ায় বিএনপির রাজনীতিতে ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা উচ্ছ¡াস প্রকাশ করতে দেখা যায়। এখন সবাই স্ব স্ব অবস্থান থেকে স্বাধীনভাবে সাংগঠনিক কর্মকান্ড করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

সায়মা ইসলাম

×