ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

কসবায় জোড়া খুনের আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২২:৫৬, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৯, ৪ মার্চ ২০২৫

কসবায় জোড়া খুনের আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জোড়া খুন স্ত্রী -শ্যালিকা কে হত্যা করে আত্মগোপনে থাকা পপাষ- স্বামী মো. আমীর হোসেনকে তথ্য প্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাদের। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কসবা থানায় এনে তাকে হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেপ্তার আমীর হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলি গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত যুথি আক্তার ও স্মৃতি আক্তার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত রওশন আলীর মেয়ে। স্মৃতি আক্তার স্থানীয় লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হোসেনের সাথে দেড় বছর আগে বিয়ে হয় যুথি আক্তারের। স্বামীর বাড়িতেই থাকতেন যুথি আক্তার। যুথি আক্তারের বাবা রওশন আলী বেচেঁ নেই। তাদের মা একটি মামলার কারনে জেল হাজতে রয়েছেন। বাড়িতে থাকেন যুথি আক্তারের ছোট বোন স্মৃতি আক্তার ছোট ভাই জাহিদ হোসেন। বড় ভাই সৌদি আরবে থাকেন।

গত রোববার যুথি আক্তার তাঁর স্বামী আমির হোসেনকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতের খাবার শেষে যুথি আক্তার ও তার ছোট বোন স্মৃতি আক্তার ঘরের একটি কক্ষে এবং আমির হোসেন ও তার শালা জাহিদ হোসেন একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

রোববার গভীর রাতে জাহিদ ঘুম থেকে জেগে তার দুলাভাইকে দেখতে পায়নি। ঘরের দরজা খোলা রয়েছে। পাশের কক্ষে তার দুই বোন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। এ সময় জাহিদ চিৎকার করতে থাকলে বাড়ির আশে-পাশের লোকজন দৌড়ে এসে যুথি ও স্মৃতির মরদেহ দেখতে পায়। এদিকে হত্যার ঘটনার পর আমীর পালিয়ে যান।

আফরোজা

×