ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ম্যাজিস্ট্রেট এলে বিক্রি হয় পিস হিসেবে, আর চলে গেলে কেজি দরে

প্রকাশিত: ২২:০১, ৪ মার্চ ২০২৫

ম্যাজিস্ট্রেট এলে বিক্রি হয় পিস হিসেবে, আর চলে গেলে কেজি দরে

ছবিঃ সংগৃহীত

ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরও কারসাজি কমছে না তরমুজের বাজারে। ম্যাজিস্ট্রেট এলে তরমুজ বিক্রি হয় পিস হিসেবে, আর চলে গেলে কেজি দরে বিক্রি হয়। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা সংরক্ষণ আধিদপ্তরের অভিযান হলে এমন দৃশ্য দেখা যায়।

এ সময় ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডল জানান, শিগগিরই সরবরাহ বাড়লে দাম নিয়ে এমন অরাজক পরিস্থিতি আর থাকবে না। বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। আর পিস হিসেবে ২৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, কেজি দরে নয় পিস হিসেবে তরমুজ কিনলে লাভ হয় তাদের।

 

সূত্রঃ https://youtu.be/OcrCEbHgIhs?si=J2e-2hVOHfrdvZCi

রিফাত

×