
ছবিঃ সংগৃহীত
পটুয়াখালী জজ কোর্টের অ্যাডভোকেট ও এপিপি জাহাঙ্গীর হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৪ মার্চ) বেলা ১১ টার দিকে বাউফল উপজেলার ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে পটুয়াখালী জজ কোর্টের অ্যাটভোকেট ও এপিপি জাহঙ্গীর হোসেন মোবাইল ফোনে ধর্মীয় শিক্ষক আলতাফ হোসেনকে অশালীন ভাষায় গালিগালাস ও হত্যার হুমকি দেন।
এ ঘটনায় ওই শিক্ষক সোমবার অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বাউফল থানায় একটি জিডি করেন।
উল্লেখ অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নে।
সূত্র জানায়, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনে ইন্দ্রোকুল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ার ইচ্ছে পোষন করেন।
কিন্তু তাকে না জানিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এডহক কমিটিতে দুইজন বিএনপি ও একজন জামায়াত সমর্থকের নাম জেলা প্রশাসকের দপ্তরে পাঠান। এতে ক্ষুব্ধ হন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য, সোমবার দৈনিক জনকণ্ঠে" শিক্ষককে হত্যার হুমকি দিলেন এপিপি, অডিও ভাইরাল।" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।