
আজ ৪ মার্চ, মঙ্গলবার বগুড়া জেলা পুলিশের আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বগুড়া পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা পিপিএম।
সভায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
উক্ত সভায় বক্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক আজাদ, নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসেন, শহর শাখার আমীর আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আসম আব্দুল মালেক, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় নেতারা বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। তারা তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
সভায় পুলিশ সুপার (এসপি) আশ্বাস দেন যে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করবে।সভায় আরও উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
আফরোজা