ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

প্রায় সাড়ে চার শত বছরের ঐতিহ্য ধারণ কুসুম্বা মসজিদের 

প্রকাশিত: ১৯:৫৬, ৪ মার্চ ২০২৫; আপডেট: ২০:০০, ৪ মার্চ ২০২৫

প্রায় সাড়ে চার শত বছরের ঐতিহ্য ধারণ কুসুম্বা মসজিদের 

ছ‌বি: সংগৃহীত

প্রায় সাড়ে চার শত বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে নির্মাণকাল ১৫৫৪ থেকে ১৫৬0 খ্রিস্টাব্দ। আফগানি শাসন আমলের সুর বংশে শেষদিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন ।

মসজিদটির দৈর্ঘ্যে 58 ফুট প্রস্থে 42 ফুট দুই শাড়িতে ছয়টি গোলাকার গম্বুজ রয়েছে মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা মসজিদটিতে ইটের গাঁথুনি সামান্য বাঁকানো কার্নিশ এবং সংলগ্ন আটকোনা বুরুজ। এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্য রীতির প্রভাব পাওয়া যায় মসজিদের স্তম্ভ ভিত্তিমঞ্চ মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের মসজিদের মূল কাঁথনী ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরের খিলান গুলো পাথরের আস্তরণে ঢাকা।

 ১৮৯৭ সালে ভূমিকম্পে তিনটি গম্বুজ নষ্ট হয়েছিল পরে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি কে সংস্কার করে কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকীর্তি যা নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন ।

 

সূত্র :https://www.youtube.com/watch?v=qQHdioLpwMI&pp=ygUIZGJjIG5ld3M%3D

ফয়সাল

×