ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৮ কিশোর

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:১০, ৪ মার্চ ২০২৫

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ৮ কিশোর

ছবি: প্রতিনিধি

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেয়েছে ৮ কিশোর।হালুয়াঘাটের উত্তর খয়রাকুড়ি দারুস সালাম গোরস্থান জামে মসজিদে এই কিশোরদের বাইসাইকেল দেওয়া হয়।

মঙ্গলবার (৪ মার্চ ) বাদ আসর ৮ কিশোরের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য কিশোরদের মাঝে জায়নামাজ ও তসবি বিতরণ করা হয়।

জানা গেছে, অত্র এলাকার যুব সমাজের আয়োজনে কিশোরদের নামাজে উৎসাহিত করতে এই পুরস্কার দেন। পুরস্কারের জন্য ৪০দিন পাঁচ ওয়াক্ত জামাতের সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয় ৮ কিশোর। তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

স্থানীয়রা বলেন , এমন উদ্যোগ আমাদের সমাজকে সুন্দর করবে। এতে শিশুরা নামাজে আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবে। তরুণ যুবকরা অসৎপথ ছেড়ে নামাজের দিকে ধাবিত হচ্ছে। এটা ভালো দিক।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ আসলাম মিয়া বাবুল, উত্তর খয়রাকুড়ি দারুস সালাম গোরস্থান জামে মসজিদের ইমাম সহ অত্র এলাকার স্থানীয়রা।

এম.কে.

×