
ছবি: সংগৃহীত
১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া সাদেক এগ্রোর ইমরানকে রিমান্ডে না নিয়ে সরাসরি আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সিদ্ধান্তকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, ইমরান বিগত রেজিমের আলোচিত ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজির আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।
প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, "১৩৩ কোটি টাকা মানিলন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া আসামিকে রিমান্ডে না নিয়ে সরাসরি আদালতে পাঠানো বেশ অবাক করার মতো। আর যদি ব্যক্তিটি হয় বিগত রেজিমের কুখ্যাত ক্রীড়ানক বেনজির আহমেদের ঘনিষ্ঠ ইমরান, তাহলে প্রশ্ন ওঠে, বর্তমানে তাকে কে বা কারা সহায়তা করছে?"
বিশ্লেষকরা মনে করছেন, সাধারণত এত বড় অঙ্কের অর্থপাচার মামলায় তদন্তের স্বার্থে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ইমরানের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত কেন নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আসিফ