ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

মেহেরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লক্ষাধিক টাকা চুরি!

প্রকাশিত: ১৪:১১, ৪ মার্চ ২০২৫

মেহেরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৮ লক্ষাধিক টাকা চুরি!

ছ‌বি: সংগৃহীত

গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। ভল্ট থেকে চুরি হয়েছে প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা।

উক্ত ঘটনায় আজ মঙ্গলবার (৪ঠা মার্চ) পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার নির্ধারিত সময়ে নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। বন্ধের সময় হিসাব অনুযায়ী ব্যাংকের ভল্টে ৮ লাখ ১০হাজার টাকা রাখা ছিল। সকালে দেখা যায় জানলার গ্রীল কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে ভল্ট ভেঙে গচ্ছিত সব টাকা নিয়ে পালিয়ে গেছে চোর। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকা সত্ত্বেও চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্স খুলে নিয়ে গেছে যার কারণে দোষীদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করেছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজেন্ট ব্যাংকের চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনী আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক টিমকে চক্রটিকে ধরতে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সুত্র: https://jamuna.tv/news/597703?fbclid=IwY2xjawIzkgJleHRuA2FlbQIxMQABHcVUD2FOa2-_DZjoV8i4XMg2VU41umtgqFfOH7ya6IWJXWKCfirAWEdMGg_aem_q70Q7sCJ5o7XHKNcKit5Vw

রাকিবুল

×