ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ফরিদপুরের ভাঙ্গা-বরইতলা মহাসড়ক অব্যবস্থাপনায় নিহত ৬, আহত ৩৫

প্রকাশিত: ১২:৩৫, ৪ মার্চ ২০২৫; আপডেট: ১২:৫২, ৪ মার্চ ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা-বরইতলা মহাসড়ক অব্যবস্থাপনায় নিহত ৬, আহত ৩৫

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা-টেকেরহাট মহাসড়কে বড় গর্ত ও নির্মাণকাজ অব্যবস্থাপনার কারণে প্রতিদিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এক মাসে (ফেব্রুয়ারি) এই সড়কে ১০ টি বড় দুর্ঘটনায় ৬ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। 

সরকারি হিসাব অনুযায়ী, এক মাসে ৫০ টিরও বেশি ছোট- বড় দুর্ঘটনা ঘটেছে। বেসরকারী হিসাব মতে, গত এক মাসে কমপক্ষে ৪০-৫০ টি দুর্ঘটনা ঘটেছে । 

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাঙ্গা সড়ক ও জনপদ  বিভাগের অবহেলা, তদারকির অভাব এবং নিম্নমানের কাজের কারণেই দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, নসিমন ও করিমন চালকদের জন্য সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

ভাঙ্গাবাসীর অভিযোগ করে বলেন, ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা আরিফ হোসেন বাবলুর দায়িত্বে অবহেলায় কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে তদারকি না করা, অফিসে ঠিক মত না আসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতিবাজ আরিফের শাস্তি মূলক অন্যত্র বদলির জোর দাবি জানায় তারা। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ভাঙ্গা উপজেলয় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। সড়কে নির্মাণ কাজ চলমান রয়েছে। সড়ক গুলো অত্যন্ত খারাপ, যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কে ২৪ ঘন্টা কাজ করে দ্রুত কাজ শেষ করা দরকার। সড়কে কাজ গুলো শেষ হলে দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবু জাফর জানান, মহাসড়কের উপর বড় বড় গর্তের কারণে হোন্ডা আরোহী সহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে । প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে । গত এক মাসে গর্তে পড়ে ৭টি দুর্ঘটনায় ২জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। গতকাল রাতে গর্তে পড়ে মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তবে অনেক দুর্ঘটনার সংবাদ আমরা পাইনা। যার ফলে, দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত ভাঙ্গা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা (এসও) আরিফ হোসেন জানান, আমরা প্রতিনিয়ত কাজ করছি, আপনারা তো দেখেন না। সড়কে উপর কোন গর্ত নাই। আপনারা সাংবাদিকরা একটু বেশি দেখেন। আমাদের এভাবেই নির্মাণ কাজ করা হয়ে থাকে। আর সড়কে দুর্ঘটনা ঘটলে আমাদের কিছু করার কি আছে, কিছুই নাই।

আফিয়া

×