
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আইন বিভাগের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ৩ মার্চ (সোমবার) দুপুর ২টায় বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য দপ্তরে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি থেকে জানা গেছে, বিভাগের বয়স ১০ বছর হতে চললেও অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার কোনো শিক্ষক নাই। যথাসময়ে ইনকোর্স ও সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় না। আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল’ ক্লিনিক ও মুটিং ক্লাবের কমিটি ও কার্যক্রম নাই। আন্দোলন পরবর্তী শিক্ষার্থীদের পাঠদান নিয়ে কোন রিকোভারি পরিকল্পনা করা হয়নি।
এছাড়াও আরো অভিযোগ করা হয়, রুটিনমাফিক পাঠদান করা হয় না। বিভাগ কর্তৃক কোনো সেমিনার ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় না। আন্তঃবিভাগের টুর্নামেন্টে বিভাগ থেকে নামমাত্র বাজেট দেয়া হয়।
আগামী বৃৃহস্পতিবারের মধ্যে এই উক্ত সমস্যা সমাধানের দাবি জানান শিক্ষার্থীরা।
আসিফ