ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

২০ হাজার টাকায় শিশু বিক্রি করতেন মিল্টন সমাদ্দার!

প্রকাশিত: ০২:০৭, ৪ মার্চ ২০২৫

২০ হাজার টাকায় শিশু বিক্রি করতেন মিল্টন সমাদ্দার!

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলায় চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আতাউর রহমান।

মানবপাচার মামলার তদন্তে উঠে এসেছে, মিল্টন সমাদ্দার ২০ হাজার টাকায় ২ বছরের একটি শিশুকে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেন। তবে তার আইনজীবী ওহিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে একে মিথ্যা দাবি করেছেন।

২০২৪ সালের ১ মে মিরপুর থেকে গ্রেপ্তার হওয়ার পর মিল্টনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়। প্রায় আড়াই মাস কারাবন্দি থাকার পর ১৬ জুলাই জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর তিনি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে অনুদান চাইতে শুরু করেছেন।

আসিফ

×