ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

তাহিরপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশিত: ০০:৫০, ৪ মার্চ ২০২৫

তাহিরপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি: সংগৃহীত

বাদল মিয়াকে আহ্বায়ক ও জুনাব আলীকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাতে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনের একটি রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত কার্যকরী কমিটির সভায় তাহিরপুর উপজেলাসহ জেলার ১৬ ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও সদস্য আব্দুল হক স্বাক্ষরিত তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আরও যাঁদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তাঁরা হলেন মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন ও আবুল হুদা।

কমিটিতে সদস্যরা হলেন আনিসুল হক, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান কামরুল, সালমা নজির, চান মিয়া মাস্টার, হাজী খসরুল আলম, সাখাওয়াত হোসেন, নাসের উজ্জ্বল, আমির শাহ্, মো. ইলিয়াস আহমদ, সবুজ আলম, ভাস্কর রায়, আলী আহমদ মুরাদ, তোফাজ্জল আহমেদ মোরসালিম, ডা. সামসুদ্দিন ও এমদাদুল হুদা।

আসিফ

×