ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ইসমাইল বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা কলেজ

প্রকাশিত: ০০:৪৪, ৪ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪৭, ৪ মার্চ ২০২৫

অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ইসমাইল বহিষ্কার

ছবি: সংগৃহীত

অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সংগঠক মো. ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের (২০২০-২০২১) বর্ষের শিক্ষার্থী।

সোমবার (৩ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখার মুখপাত্র মো. আশরাফুল ইসলাম হাফিজ এর এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্ম বিরোধী অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ঢাকা কলেজ শাখার আহ্বায়ক মো. আফজাল হোসেন ও সদস্য সচিব মো. সজিব উদ্দীনের আদেশক্রমে সংগঠক মো. ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টার দিকে এক মহিলার উপকারের কথা বলে কলেজটির উচ্চ মাধ্যমিকের অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিয়ে ধানমন্ডি-৩২ নাম্বারে একটি ফ্লাট দখল করতে নিয়ে যান মো. ইসমাইল হোসেন। এ নিয়ে ধানমন্ডি স্থানীয় লোকজনের সঙ্গেও কথা কাটাকাটি হয়। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। ধানমন্ডি থানায় রাত ১২ টা পর্যন্ত শিক্ষার্থীদের বসিয়ে রাখেন ইসমাইল। শিক্ষার্থীরা চলে আসতে চাইলে লাখ টাকার অফারও করেন তিনি। এক পর্যায়ে তারা ভুল বুঝতে পেরে সেখান থেকে কলেজে ফিরে আসেন।

আসিফ

×