ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘরে বিক্ষুব্ধ এলাকাবাসীর অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:৫৭, ৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:০১, ৪ মার্চ ২০২৫

স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘরে বিক্ষুব্ধ এলাকাবাসীর অগ্নিসংযোগ

ছবি: প্রতিনিধি

বরিশাল মহানগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের বসতঘরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নগরীর কাউনিয়া এলাকায় শাহীন হাওলাদারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সোমবার রাত ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি তিনি বলেন, অগ্নিসংযোগও একটি অপরাধ, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন ও তার সহযোগীরা।

সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে জানাজা শেষে সুরুজ গাজীর মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই শাহীন গাজী নগরীর কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন।

রবিবার রাতে হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা শাহীন হাওলাদারের বসতঘরে প্রথম দফায় আগুন লাগায়, তবে সে সময় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর সোমবার রাতে দ্বিতীয় দফায় আবারও শাহীনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এম.কে.

×