ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদপুরে নাগরিক উন্নতি সংগঠনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৩:৩৪, ৩ মার্চ ২০২৫

মোহাম্মদপুরে নাগরিক উন্নতি সংগঠনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত

নাগরিক উন্নতি সংগঠনের পক্ষ থেকে, পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও গরীবদের মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়েছে। অরাজনৈতিক সংগঠনটির সদস্যরা নিজেদের পরিবারের সাহায্য ও নিজেদের আয়ের একটি অংশ এই সংগঠনে দিয়ে থাকেন। সমাজের কিছু অসহায় জীবনযাপন করা মানুষদের খুঁজে বের করে তাদের বিভিন্ন ধরনের সার্বিক সহোযোগিতা করে থাকেন।

সোমবার ৩ মার্চ রাতে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজন করেন সংগঠনের কর্মীরা।

স্থানীয়রা বলেন, এরা দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে মোট ৫০ পরিবারকে এই খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। 

নাগরিক উন্নতি কমিটির সভাপতি মোঃ আহমেদ বলেন, সামাজিক উন্নয়নশীল কাজে উপস্থিতি কম থাকে তারপরেও আমরা এক লক্ষ মানুষ আজ একত্রিত হয়েছি। আমি মোঃ আহমেদ নাগরিক উন্নতি সংগঠনের সদস্য। নাগরিক উন্নতি সংগঠন নাম শুনে বুঝা যায় আমাদের লক্ষ্য কি।  আমাদের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। বিপথে যাওয়া কিশোরদের নিয়ে কাজ করা। সামাজিক উন্নয়নশীল যে কোন কাজে অংশগ্রহণ করা। আজকে আমার আহ্বান থাকবে প্রতিবেশী এলাকাবাসীদের প্রতি যেন আমরা যত্নশীল হই। আজ মোহাম্মদপুরে এত ছিনতাই, চুরি বেড়েছে একমাত্র আমাদের পারস্পরিক সম্পর্কের ঘাটতির কারণে। পাশের ফ্ল্যাটে কুদ্দুস থাকে না মোকসেদ থাকে আমরা জানি না, যা আমাদের জন্য লজ্জার বিষয়। আজ আমরা শপথ করি আমাদের এলাকাভিত্তিক প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবো।  নাগরিক উন্নতি সংগঠন সব সময় আমজনতার সাথে আছে। এবং যেখানেই নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে, সাধারণ জনতা সেখানে নাগরিক উন্নতি সংগঠন ঐক্যর ঘোষণা দিবে।  


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে সংগঠনের মাঈনউদ্দিন শিমুল, সাফি আহমেদ মাসুম, জিহাদ ওমর, মোঃ রায়হান, মোঃ আকাশ। এসময় আরো উপস্থিত ছিলেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া সহ প্রমূখ।
 

মো. মহিউদ্দিন

×