ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

সেতুর লোহার পাত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:৪৮, ৩ মার্চ ২০২৫

সেতুর লোহার পাত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতুর পাত খুলে নেওয়া হয়েছে

নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতু দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ১৪ বছর পূর্বে যান চলাচলের জন্য খুলে দেওয়া এ সেতুর চরকাউয়া অংশের লোহার পাত খুলে নিয়েছে দুর্বৃত্তরা। যে কারণে এখন ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
যানবাহনের চালকরা বলছেন, লোহার পাত খুলে নেওয়ার স্থানটি ফাঁকা হয়ে থাকায় যে কোনো সময় যানবাহনের চাকা আটকে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একাধিক পরিবহন চালকরা জানিয়েছেন, বিগত ৬ মাস ধরে এ অবস্থায় তাদের সেতু দিয়ে চলাচল করতে হচ্ছে। লোহার এই পাত দ্রুত স্থাপন করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই স্পানের মাঝখানে থাকা লোহার পাত খুলে নেওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ২০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১.৩৯ কিলোমিটার দীর্ঘ এ সেতু দিয়ে প্রতিদিন ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে হাজারো ভারী যানবাহন চলাচল করছে।
বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, সেতুর নিচে কোনো সংকেত বাতি নেই। এ অবস্থায় রাতে জাহাজের ধাক্কায় সেতুটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক ও জনপথ অধিদপ্তরের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, সেতুর দুই স্পানের মাঝখানের লোহার পাত খোয়া যাওয়ার বিষয়টি আমার জানা ছিল না। কারণ এটা একটি জটিল পয়েন্ট।

এ ছাড়া সেতুর নিচে সংকেত বাতি না থাকার বিষয়টিও আমাকে কেউ কখনো অবহিত করেননি। সরেজমিনে পরিদর্শন করে উভয় বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×