ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

প্রকাশিত: ২২:৩৩, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩৩, ৩ মার্চ ২০২৫

যথেষ্ট পরিমাণে তেল মজুদ আছে: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

ভোজ্য তেল সংকট নিরসনে নারায়ণগঞ্জে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল, টিকে গ্রুপ ও আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া, নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা ও যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র দাস সভায় অংশ নেন।

সভায় জেলা প্রশাসক জানান, বাজারে যথেষ্ট পরিমাণে ভোজ্য তেল মজুদ রয়েছে এবং সরবরাহও অব্যাহত রয়েছে। ডিলাররা চাহিদা অনুযায়ী সরবরাহ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে, কোথাও যদি সরবরাহ ঘাটতি দেখা দেয়, তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, “বাজারে অস্থিরতা রোধে ডিলারদের তালিকা সরবরাহ করতে হবে, যাতে বোঝা যায় কোন ডিলার কোথায় তেল সরবরাহ করছেন। যদি কেউ নারায়ণগঞ্জের জন্য বরাদ্দকৃত তেল অন্যত্র সরিয়ে নেয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কোনো ডিলার এককভাবে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করলে, তার ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক আরও জানান, ঢাকার মতো নারায়ণগঞ্জেও অন্তত দুটি স্থানে খোলাবাজারে ভোজ্য তেল বিতরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে তেল ক্রয় করতে পারেন।

ভিডিও দেখুন: https://youtu.be/Xq3o1tVPZJg?si=cDtmcdrPXm-Zgi4H

এম.কে.

×