ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

প্রকাশিত: ২২:৩১, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:৩১, ৩ মার্চ ২০২৫

শ্রেণিকক্ষে নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ, পুলিশ বলছে আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

পাবনার চাটমোহরে বাঙলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সাইদুল উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বাঙলা উত্তরপাড়া গ্রামের আক্কেল আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার মাথায় প্রায়ই প্রচণ্ড ব্যথা হতো, যা ক্রমেই অসহনীয় হয়ে উঠেছিল। আজ দুপুরে মাথাব্যথা শুরু হলে তিনি স্ত্রীকে জানান যে, স্কুলে যাচ্ছেন। স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই তিনি বাড়ি থেকে বের হয়ে যান।

ঘণ্টাখানেক পর স্কুলের অফিস সহকারী হাসান আলী দাপ্তরিক কাজে বিদ্যালয়ে যান এবং জানালা দিয়ে শ্রেণিকক্ষে সাইদুল ইসলামের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়রা এসে তাকে নামিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রিফাত

×