ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

রাতের আঁধারে সড়কের গাছ কাটলেন আ. লীগ নেতা, জব্দ করলেন ইউএনও

মুন্সি সিরাজুল ইসলাম, বোয়ালমারী, ফরিদপুর।

প্রকাশিত: ২১:৫৯, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২২:০০, ৩ মার্চ ২০২৫

রাতের আঁধারে সড়কের গাছ কাটলেন আ. লীগ নেতা, জব্দ করলেন ইউএনও

ফরিদপুরের বোয়ালমারীতে রাতের আধারে সরকারি সড়কের পাশ থেকে লক্ষাধিক টাকার মেহগনি গাছ কাটলেন রুপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। সড়কের গাছ কেটে নেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাছের কয়েকটি লক জব্দ করেছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। 


সরকারি সড়কের পাশের গাছ কেটে নেওয়া আওয়ামী লীগ নেতার নাম সৈয়দ অলিয়ার রহমান। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের আ'লীগের সহসভাপতি। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত রয়েছে তার। এছাড়া বিগত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সৈয়দ অলিয়ার রহমান।

এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার (২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ) ভোররাত থেকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামে বারোয়ারী মন্দির সংলগ্ন সরকারি এলজিআরডি সড়কের পাশ থেকে গাছ গুলো কেটে নেয় আ' লীগ নেতা সৈয়দ অলিয়ার রহমান। ৫ থেকে ৭জন শ্রমিক নিয়ে গাছগুলো কেটে কিছু গাছ সুর্যোগ গ্রামের কাঠ ব্যবসায়ী পিয়াসের নিকট বিক্রি করেন এবং বাকি গাছগুলোর লক নিজ বাড়ির সামনে জড় করে রাখেন। আর এ কাজে তাকে সহায়তা করেন রুপাপাত ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহসভাপতি সৈয়দ ফজলুর রহমান মিথুন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রিয়াজ।

এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী রবিবার (২ মার্চ) ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাছের লকগুলো জব্দ করা নিয়ে আসেন।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। গাছ কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায় নাই।

রিফাত

×