ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

সামান গ্রুপের চীফ অপারেটিং অফিসার হলেন আজম খান

প্রকাশিত: ২১:৫৭, ৩ মার্চ ২০২৫

সামান গ্রুপের চীফ অপারেটিং অফিসার হলেন আজম খান

ছবি: সংগৃহীত

১ মার্চ থেকে সামান গ্রুপের চীফ অপারেটিং অফিসার হলেন আজম খান। যোগদানের পূর্বে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর হেড অব কমিউনিকেশনস, ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সাস্টেইনেবল ফিন্যান্স কমিটির সদস্য, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং এমটিবি ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য সামান গ্রুপ লুব্রিক্যান্ট, এগ্রো এন্ড ফুড, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রোপার্টিস এবং কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।

আজম খান ১৯৮৮ সনে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা, স্টান্ডার্ড ব্যাংক পিএলসি এর জনসংযোগ কর্মকর্তা, ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসি এর হেড অব পিআর অফিস এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান ছিলেন।

১৯৮৮ সনে আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

ফয়সাল

×