ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

নেট দুনিয়ায় শেখ হাসিনার রেসিপির হাস্যরসাত্মক সমালচনা

প্রকাশিত: ২০:২৩, ৩ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৫, ৩ মার্চ ২০২৫

নেট দুনিয়ায় শেখ হাসিনার রেসিপির হাস্যরসাত্মক সমালচনা

সংগৃহীত

পাগলিটা আজ থাকলে লেবুর পরিবর্তে ভিমবার খাওয়ার নির্দেশনা দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবেই শেখ হাসিনার হাস্য রসাত্মক সমালোচনা করতে দেখা যায়।

বিগত বছরের রমজানগুলোতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে দেখা যায়, "বেগুন দিয়ে বেগুনি বানিয়ে না খেয়ে যে সবজি সহজলভ্য আছে সেইটা দিয়ে বানিয়ে খেলেই হয়। মিষ্টিকুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়। আমরা এইভাবে করি।"

বেগুনসহ নিত্য প্র‍য়োজনীয় জিনিসের চড়া দাম থাকায় জনগণের যখন নাজেহাল অবস্থা ,তখন এইভাবেই কটূক্তি করতে দেখা যায় বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে। আগের বছরের তুলনায় এইবার বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা কম। ফেসবুক ব্যবহারকারী জনগণ তখন এইভাবেই হাস্যরসাত্মকভাবে বিগত ফ্যাসিস্ট সরকারকে স্মৃতিচারণ করছে। 


 

×