ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ১৯:৪৩, ৩ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৪৪, ৩ মার্চ ২০২৫

চট্টগ্রামে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বালুরটাল ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সানোয়ারা ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে ফুটওভার ব্রিজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার বালুরটাল ব্রীজ নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া ব্রীজের দৈর্ঘ্য ২৫ মিটার এবং  নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকা। 

বর্তমানে আরাকান সড়ক ৪ লেইনের হলেও বালুর টাল ব্রীজ এ ২ লেইন এর ব্রীজ থাকার কারণে যানজট সৃষ্টি হয়। নতুন ব্রীজ স্থাপন করে ব্রীজের সক্ষমতা ৪ লেইন এ উন্নতি করা হচ্ছে। এছাড়া, নতুন কালুরঘাট সেতু নির্মাণকে মাথায় রেখে কালুরঘাট সেতু সংযোগ সড়কের সক্ষমতা বৃদ্ধি করা এ প্রকল্পের উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্টরা। 

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চান্দগাঁও, মহরা ও কালুরঘাট অঞ্চলের সাথে চট্টগ্রাম শহরের সংযোগ আরও সুগম হবে। আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ  করছে বলে জানান কতৃপক্ষ ।

কাজ উদ্বোধনকালে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪৭২টি রাস্তার উন্নয়ন, ফুটওভার ব্রিজ নির্মাণ, খেলার মাঠ ও সৌন্দর্যবর্ধনের জন্য ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও সুবিধাজনক হবে ।

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার গণ্যমান্যব্যক্তিসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে মেয়র বলেন, "কোনো ধরনের চাঁদাবাজি বা নিম্নমানের উপকরণ ব্যবহার যেন না হয়, তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাফকাত আমিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজম ,মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নুসরাত

×