ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ(মৌলভীবাজার)

প্রকাশিত: ১৯:৩৮, ৩ মার্চ ২০২৫

বন্যপ্রাণী রক্ষায়  সবাইকে এগিয়ে আসার আহ্বান



বিশ্ব বন্যপ্রাণী দিবসে আলোচনাসভায় মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন বলেছেন বন্যপ্রাণী রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে,কোন ভাবেই বন্যপ্রাণীর আভাষস্থল ধ্বংস করা যাবেনা এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা যেন বন্যপ্রাণীকে বিরক্ত না করে সে বিষয়ে বনকর্মী ও সিপিজি সদস্যদের আরো বেশি দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন অনেক সময় লোকালয়ে বেরিয়া যাওয়া বন্যপ্রাণীকে সচেতনতার অভাবে পিটিয়ে আহত করা হয় এটি কোন ভাবেই করা যাবেনা।আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। 
বিশ্ব বন্যপ্রাণী দিবসে লাউয়াছড়ায় র‍্যালি শেষে  আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মৌলবীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যাবস্থাপনা কমিটির আয়োজনে সোমবার(০৩ মার্চ) দুপুরে
'বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন' এ প্রতিপাদ্য নিয়ে  বিশ্ব বন্যপ্রাণী দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম এর সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পৌর বিএনপির যুগ্ম- আহ্বায়ক শফিকুর রহমান,সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান ও বনকর্মী বাবুল মিয়া,ট্যুর গাইড কামরান আহমদ প্রমুখ।
এর আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সম্মুখে এসে শেষ হয়।এসময় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি'র সদস্যরা উপস্থিত ছিলেন।

সাজিদ

×