ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

চোরদের বাড়ি ভাংচুর 

তার চুরির কারনে বিদুৎ বিহীন ভাঙ্গার একটি গ্রাম

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ১৩:৩১, ৩ মার্চ ২০২৫

তার চুরির কারনে বিদুৎ বিহীন ভাঙ্গার একটি গ্রাম

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় বৈদ্যুতিক তার চুরি হওয়ার কারনে বিদ্যুৎ বিহীন রয়েছে একটি  গ্রাম। এ ঘটনার কারনে এলাকাবাসী সম্ভাব্য চোরদের বাড়িঘর ভাংচুর করে এলাকা থেকে বিতাড়িত করেছে। চোরদের বাড়িঘর ভাংচুরের ঘটনাটি ঘটে রবিবার সকালে ভাংগা পৌরসভার ৫নং ওয়ার্ডের আতাদি গ্রামে। এ ঘটনায় দুইদিন যাবৎ বিদ্যুৎবিহীন রয়েছে ওই এলাকার মানুষ। 

জানা যায়, শনিবার দুপুরে আতাদি রেলরাস্তার পাশে একটি বৈদ্যুতিক তারের খুটি থেকে তার কেটে চুরি করার সময় ওই এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে চোরদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী চোর সদস্যদের মধ্যে ভাঙ্গা পৌরসভার আতাদি (৫নং ওয়ার্ড) গ্রামের আজগর শেখের ছেলে রুবের শেখ (২১) এবং  একই গ্রামের জলিল শেখের ছেলে রিয়াজ শেখ (২৩) কে চিনতে পারে।

তার চুরির এই ঘটনায় শনিবার দুপুর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২ মার্চ) সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রুবেল শেখ ও রিয়াজ শেখের বাড়িসহ চুরির সঙ্গে জড়িত সন্দেহে আরো তিনটি বাড়িতে ভাংচুর চালায়। বাড়িগুলো থেকে এসময় বাসিন্দারা পালিয়ে যায়।

ভাঙ্গা বিদ্যুৎ অফিসের লাইনম্যান কামাল হোসেন জানান, পৌরসভার আতাদি গ্রামের রেলরাস্তা সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির নীচ থেকে প্রায় এক বছর আগে আন্ডারগ্রাউন্ড ক্যাবলসহ অন্যান্য বিদ্যুতিক সামগ্রী চুরি করে নিয়ে যায় একদল চোর চক্র। যার বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা। ওই একই স্থান থেকে শনিবার দুপুরে বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে তার কেটে নেওয়ার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে চোর সদস্যরা পালিয়ে যায়। এবিষয়ে ভাঙ্গা থানার তদন্ত ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিহাব

×