ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

অফিসে আসতে দেরি হওয়ায় প্রতিষ্ঠানের কর্মীকে এমডি’র বেত্রাঘাত

প্রকাশিত: ০০:৩২, ৩ মার্চ ২০২৫; আপডেট: ০০:৩৪, ৩ মার্চ ২০২৫

অফিসে আসতে দেরি হওয়ায় প্রতিষ্ঠানের কর্মীকে এমডি’র বেত্রাঘাত

ছবি : সংগৃহীত

অফিসে দেরি করে আসায় এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তার কর্মীকে বেত্রাঘাত করেছেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানটির এমডি কর্মীকে লাইন ধরে দাঁড় করিয়ে বেত্রাঘাত করছেন, আর আশপাশে থাকা অন্য কর্মীরা সে দৃশ্য চুপচাপ দেখছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে।

অনেকেই এটিকে শ্রম আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় শ্রম অধিকার সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং তারা এ ধরনের আচরণকে অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

 

সূত্র:https://www.facebook.com/watch/v=487563851076276&rdid=gxfK2Oxz6b3lGbjM

 

মো. মহিউদ্দিন

×