ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বাগেরহাটে জেলা ছাত্রদলের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

প্রকাশিত: ১৯:১৮, ২ মার্চ ২০২৫

বাগেরহাটে জেলা ছাত্রদলের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

ছবি: সংগৃহীত।

"রোজা রাখার পর ইফতার পেয়ে সত্যিই ভালো লাগছে। এতে অনেক রোজাদার উপকৃত হবেন," বলছিলেন বাগেরহাটের সাধনার মোড়ে ইফতার সংগ্রহ করতে আসা রিকশাচালক মোহাম্মদ খোকন।

শুধু মোহাম্মদ খোকনই নন, সাধনার মোড়ে জেলা ছাত্রদলের পক্ষ থেকে ইফতার পেয়ে খুশি হয়েছেন সাধারণ পথচারীরাও। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, খেজুর, বেগুনি, আলুর চপসহ আরও আট ধরনের ইফতারি।

রবিবার (৩ মার্চ) বিকেল ৫টায় বাগেরহাট জেলা ছাত্রদল শহরের সাধনার মোড়ে এই ইফতার বিতরণ কর্মসূচি শুরু করে। সাধারণ রোজাদারদের হাতে তুলে দেওয়া হয় ইফতার সামগ্রী। এই কর্মসূচি পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানিয়েছেন ছাত্রনেতা শেখ আল মামুন।

ইফতার পেয়ে সন্তুষ্ট আরেকজন পথচারী বলেন, "আমি দূর থেকে কাজ সেরে ফিরছিলাম। হঠাৎ দেখলাম ছাত্রদল ইফতার বিতরণ করছে। আমিও নিয়ে নিলাম। ভালো লাগছে যে রাজনৈতিক সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে।"

বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, "বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম চাচার নির্দেশে আমরা এই কর্মসূচি পরিচালনা করছি। বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ পুরো রমজান মাসজুড়ে চলবে। আমাদের নেতা, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবসময় জনগণের পাশে থাকতে হবে। তাই আমরা এই কর্মসূচি মাসব্যাপী চালিয়ে যাব, যাতে অভাবী ও পথচারী মানুষ অন্তত ইফতারের সময় তৃপ্তির সঙ্গে কিছু খেতে পারেন।"

সায়মা ইসলাম

×