ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়

বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৯:০৭, ২ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১২, ২ মার্চ ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

ছবি: জনকণ্ঠ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে।

২ মার্চ (রবিবার) ওই ঘটনার অভিযোগ বাকেরগঞ্জ থানায় দায়ের করেছেন ভুক্তভোগী আ. মাজেদ আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাপরকাঠী গ্রামের মৃত আ. হাসেম আকনের পুত্র আ. মাজেদ আকনের সঙ্গে প্রতিবেশী মো. জালাল গাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২ মার্চ সকাল ১০টায় মো. জালাল গাজী মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপি নেতা মো. রাজিবুল ইসলাম পান্না খান ও তার সহযোগীদের ভাড়া করে আনেন বলে অভিযোগ করা হয়। এরপর তারা ভুক্তভোগীর বসতঘরের পেছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ শুরু করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আ. মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুল ইসলাম পান্না খানকে প্রধান আসামি করে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তদের তালিকা:
১. মো. রাজিবুল ইসলাম পান্না খান, পিতা: অজ্ঞাত
২. মো. জালাল গাজী (৪২), পিতা: মৃত মান্নান গাজী
৩. মো. রাহাত গাজী (২৭), পিতা: মো. জসীম গাজী
৪. মো. জসীম গাজী (৪০), পিতা: মৃত মান্নান গাজী
৫. মো. ফারুক গাজী (৪০), পিতা: মৃত হাবিবুর রহমান গাজী
৬. মোসা. ফরিদা বেগম (৩৬), স্বামী: মো. জসীম গাজী
৭. মোসা. শিউলী বেগম (৩২), স্বামী: মো. জালাল গাজী
৮. মোসা. হালিমা বেগম (৬০), স্বামী: মৃত মান্নান গাজী
৯. মো. আল আমিন সিকদার (৪৫), পিতা: আকাব্বর সিকদার

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, "বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত যাচাই-বাছাই করে যদি বিএনপির কোনো নেতা-কর্মী এতে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, "বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সায়মা ইসলাম

×