ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বিজয়নগর প্রতিনিধি 

প্রকাশিত: ০১:১৬, ২ মার্চ ২০২৫; আপডেট: ০৫:৩৫, ২ মার্চ ২০২৫

বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাণকেন্দ্র মনোরম পরিবেশে অবস্থিত সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থায়নে সহযোগিতা করেন দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক জহিরুল ইসলাম এর মালিকানাধীন প্রতিষ্ঠান জহিরুল স্পোর্টিং ক্লাব।

এসময় শিক্ষার্থীদের অভিভাবক ও উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষক, পরিচালনা পরিষদ, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করার প্রত্যাশা করা হয়েছে। 

শনিবার (০১ মার্চ) সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের পরিচালক এস এম কামরুল হাসান শান্ত। 

তিতাস ফ্রেন্ডস এসোসিয়েশনের নির্বাহী পরিচালক  মোঃ আজিজুল ইসলাম আসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শিহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল হক নিয়াজ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হীরা আহমেদ জাকির, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা কবির আহমেদ, সাতগাঁও মানব সেবা যুব সংগঠনের সভাপতি নিয়াজ মোঃ আল আমিন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ কামরুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নিয়ামূল হক, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ সানাউল হক, গোলাম কিবরিয়া, শিক্ষক রেখা আক্তার, ঐশী সহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলো।

আলোচনা সভা শেষে ৯ টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সবার মঙ্গল কামনা, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও আর্থিক সহযোগিতা প্রদানকারী দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক জহিরুল ইসলাম সহ সবার জন্য দোয়া করা হয়।


 

শহীদ

×