ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

দুই দিনেই উদ্ধার রুশ নারীর হারানো হ্যান্ডব্যাগ

প্রকাশিত: ০১:০১, ২ মার্চ ২০২৫

দুই দিনেই উদ্ধার রুশ নারীর হারানো হ্যান্ডব্যাগ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে বেড়াতে এসেছিলেন রুশ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটর মনিকা কবির। পরবর্তীতে তিনি বেড়াতে যান পর্যটন নগরী কক্সবাজারে। ঘুরাঘুরির এক পর্যায়ে তার হাতের ভ্যানিটি ব্যাগটি হারিয়ে ফেলে ওই নারী। মাত্র ২ দিনের ব্যবধানে ওই নারীর ব্যাগ উদ্ধার হওয়ায় প্রশংসায় ভাসছে ট্যুরিস্ট পুলিশ।

ইজি বাইক থেকে নামার সময় নিজের গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ভ্যানিটি ব্যাগটি ফেলে আসেন এই নারী। শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে খুঁজে বের করা হয় ইজিবাইজটি৷ পরে চালকের হেফাজতে থাকা ব্যাগটি উদ্ধার করে ওই নারীকে দেয়া হয়।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/195qfx1kq1/

রিফাত

×