ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩১

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি

প্রকাশিত: ২৩:৪৫, ১ মার্চ ২০২৫

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার আহ্বান জানিয়ে এই আয়োজন সম্পন্ন হয়। র‍্যালিটি বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিপুল সংখ্যক ছাত্র ও ইসলামী চিন্তাধারার অনুসারীরা অংশগ্রহণ করেন।


র‍্যালির আয়োজনে বিশেষ ভূমিকা রাখে বরিশালের সাংস্কৃতিক সংগঠন হেরার রশ্মি শিল্পীগোষ্ঠী। সংগঠনটি ইসলামী সংগীত ও সংস্কৃতির প্রচারের মাধ্যমে ইসলামের মহিমান্বিত বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সুপরিচিত। তাদের পরিবেশিত ইসলামিক সংগীত ও বক্তব্যের মাধ্যমে র‍্যালির গুরুত্ব আরও গভীরভাবে ফুটে ওঠে।

এসময় র‍্যালিতে উপস্থিত বক্তারা মাহে রমজানের তাৎপর্য, সংযমের শিক্ষা এবং নৈতিকতাবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা গ্রহণের এক অনন্য সুযোগ।


বক্তারা তরুণ সমাজকে ইসলামী আদর্শ মেনে জীবন পরিচালনার আহ্বান জানান এবং পবিত্র এই মাসে অপসংস্কৃতি ও অশ্লীলতা পরিহার করে ঈমানি চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান।


সূত্র:https://tinyurl.com/sukvz7et

আফরোজা

×