ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ঢাকা মেডিকেল কলেজ

ঢামেকে পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক

প্রকাশিত: ২২:৪৭, ১ মার্চ ২০২৫; আপডেট: ২৩:০০, ১ মার্চ ২০২৫

ঢামেকে পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক

ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চত্বরে এক ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে এক চোর। শনিবার রাতে হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে এক রোগীর স্বজনের পকেট থেকে মোবাইল বের করার চেষ্টা করছিল এক যুবক। বিষয়টি বুঝতে পেরে তাকে হাতেনাতে আটক করা হয়। আশপাশের লোকজনও দ্রুত তাকে ধরে ফেলেন। তখন উপস্থিত জনতা চোরকে ঘিরে ধরে উত্তেজিত হয়ে ওঠে।

খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, “হাসপাতালে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন, ফলে চোরচক্র এখানে সক্রিয় থাকে। আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করছি।”

 

মো. মহিউদ্দিন

×